লালমনিরহাট প্রতিনিধি
জুলাই ১০, ২০২৫, ০২:৪২ পিএম
লালমনিরহাটের দুর্গাপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১০ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
বর্তমানে ওই ১০ জন দুর্গাপুর এলাকার ব্র্যাক অফিসের সামনে বিজিবির নিরাপত্তায় অবস্থান করছেন। তাদের মধ্যে চারজন শিশু, তিনজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন। বিজিবি সূত্রে জানা গেছে, তারা সবাই একই পরিবারের সদস্য এবং সনাতন ধর্মাবলম্বী।
১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ১০ বছর আগে জীবিকার সন্ধানে তারা ভারতে গিয়েছিলেন এবং সেখানে ইটভাটায় কাজ করতেন। গত রাতে বিএসএফ ও ভারতীয় পুলিশ যৌথভাবে দুর্গাপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করে।
স্থানীয়রা ভোরে সীমান্ত এলাকায় তাদের দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে এবং পরিচয় যাচাই করছে। আটককৃতরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন এবং তাদের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বলে জানিয়েছেন।
বিজিবি জানায়, এ ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে প্রতিবাদ জানিয়ে একটি পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচ