ফেনী প্রতিনিধি
জুলাই ১০, ২০২৫, ০২:৪৫ পিএম
ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার ফেনীর পরশুরাম উপজেলার চিতলিয়া ইউনিয়নের ধনীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত দুই শতাধিক মানুষের মাঝে রান্না করা ডিম ভুনা, সবজি, ডাল, খিচুড়ি এবং পানীয় জল বিতরণ করেছে বিজিবি।
এই মানবিক সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন বিজিবির কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির (পিজিবিএম)।
এ সময় ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি মোহাম্মদ নজরুল ইসলামসহ বিজিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে বিজিবির এই সহযোগিতা স্থানীয়দের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ ঘটিয়েছে।
ইএইচ