ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
Amar Sangbad

সোনারগাঁওয়ে অপহরণের ৭ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

পনির ভূঁইয়া, সোনারগাঁও

পনির ভূঁইয়া, সোনারগাঁও

জুলাই ১০, ২০২৫, ০৩:০২ পিএম

সোনারগাঁওয়ে অপহরণের ৭ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বাইসটেকি এলাকা থেকে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণের অভিযোগ উঠেছে স্থানীয় বখাটেদের বিরুদ্ধে। ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি ওই ছাত্রী। এ ঘটনায় ছাত্রীর বাবা হাবিবুর রহমান সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাদীপুর ইউনিয়নের সাদীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন (১৫) দীর্ঘদিন ধরে স্থানীয় যুবক রমজান মিয়ার উত্ত্যক্তের শিকার হচ্ছিল। তিনি তাকে অশালীন কথাবার্তা বলার পাশাপাশি কুপ্রস্তাব দিতেন। বিষয়টি শারমিন তার পরিবারকে জানালে তারা স্থানীয় গণ্যমান্যদের মাধ্যমে রমজানকে সতর্ক করেন।

অভিযোগ রয়েছে, এ ঘটনার প্রতিশোধ নিতে গত ৩ জুলাই সকালে শারমিন প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার পথে বাইসটেকি এলাকার বাছেদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তায় পৌঁছালে রমজান মিয়া ও তার সহযোগী মমতু মিয়া, শাহ আলম মিয়া ও শাহপরান মিয়া জোরপূর্বক তাকে একটি সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ওই দিনই সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের পর ৭ দিন পেরিয়ে গেলেও এখনো ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী ছাত্রীর বাবা হাবিবুর রহমান বলেন, “কত দিন হয়ে গেল, আমার মেয়েকে এখনো খুঁজে পাচ্ছি না। আমার নাবালিকা মেয়েকে ফেরত চাই। আমি ন্যায়বিচার চাই।”

তদন্তকারী কর্মকর্তা এসআই মোয়াজ্জেম হোসেন বলেন,
“অভিযুক্তরা পলাতক থাকায় গ্রেপ্তার করা যাচ্ছে না। তবে আসামিদের ধরতে এবং ভিকটিমকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, “আমি সদ্য দায়িত্ব নিয়েছি। স্কুলছাত্রী অপহরণের ঘটনায় একটি লিখিত অভিযোগ রয়েছে। ভিকটিমকে উদ্ধারে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। আমরা অল্প সময়ের মধ্যেই তাদের গ্রেপ্তার করতে পারব বলে আশা করছি।”

ইএইচ

Link copied!