শাহজাহান সেলিম বুলবুল, সিলেট ব্যুরো
জুলাই ১০, ২০২৫, ০৩:০৬ পিএম
সিলেট মহানগর ও সুনামগঞ্জ জেলার একাধিক দোকান থেকে ডিজিটাল প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুইজন হলেন—কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের বাসিন্দা মো. ওসমান গনি (২১) ও মো. ফরহাদ আহম্মদ (২২)।
ডিবি সূত্র জানায়, গত ৮ জুলাই প্রতারক চক্রটি সিলেট মহানগর এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন নগদ এজেন্ট দোকানে গিয়ে কৌশলে দোকানদারদের অজান্তে তাদের নগদ অ্যাকাউন্টের পিন সংগ্রহ করে নেয়। পরে ওই পিন ব্যবহার করে একাধিক ই-লেনদেনের মাধ্যমে দোকানদারদের অ্যাকাউন্টে থাকা টাকা আত্মসাৎ করে।
ভুক্তভোগীদের মধ্যে মদিনা মার্কেটের ব্যবসায়ী সৌরভ রায় শুভ জানান, তার দোকান থেকে প্রতারকরা ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। অপর এক ভুক্তভোগী শাহজালাল গেইটের ব্যবসায়ী মো. সাইদুর রহমান জানান, তার দোকান থেকে ৪৯ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।
অভিযোগ পাওয়ার পর মহানগর গোয়েন্দা বিভাগ তথ্যপ্রযুক্তিনির্ভর অনুসন্ধান ও অভিযানে নামে। একাধিক টিমে বিভক্ত হয়ে অভিযান চালিয়ে কোতোয়ালি মডেল থানাধীন হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, দুটি বাটন ফোন, ১২টি সিমকার্ড এবং নগদ ৪০ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়েছে।
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ইএইচ