জামালপুর প্রতিনিধি
জুলাই ১০, ২০২৫, ০৩:১৪ পিএম
জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক ওরফে বাবুকে অপসারণের দাবিতে অনাস্থা জানিয়েছেন পরিষদের ১২ জন নির্বাচিত সদস্য।
বৃহস্পতিবার দুপুরে সশরীরে ১১ জন সদস্য উপস্থিত থেকে স্বাক্ষরিত অনাস্থাপত্রটি জমা দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে।
ইউএনও অনুপস্থিত থাকায় অনাস্থাপত্রটি গ্রহণ করেন কার্যালয়ের অফিস সহকারী মো. কবিরুল হাসান।
ইউপি সদস্য আক্তারুজ্জামান মাসুদ অভিযোগ করেন, “চেয়ারম্যান নাজমুল হক বাবু পরিষদের সরকারি বরাদ্দের সব কাজ একক সিদ্ধান্তে সম্পন্ন করেন। কোনো সদস্যের মতামত গ্রহণ করেন না।
এছাড়া তিনি বিগত সরকারের ঘনিষ্ঠ হয়ে কাজ করেছেন। এসব কারণে আমরা সকলে মিলে তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছি।”
আরেক ইউপি সদস্য রিপন মাহমুদ মিন্টু বলেন, “আমরা ইউপি সদস্যরা সব সময় বঞ্চিত ও অবহেলিত হয়েছি। তাই আমরা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছি।”
এ বিষয়ে অফিস সহকারী কবিরুল হাসান বলেন, “মেস্টা ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ জন সদস্যের স্বাক্ষরিত একটি অনাস্থাপত্র পেয়েছি। তা ডাক ফাইলে প্রেরণ করা হয়েছে। ইউএনও স্যার ট্রেনিং থেকে ফিরে আসলে বিষয়টি তিনি দেখবেন।”
ইএইচ