সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
জুলাই ১০, ২০২৫, ০৩:৩৩ পিএম
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ব্যবস্থাপনায় পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫।
বুধবার সকালে কুড়িগ্রাম বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
বিজিবি জানায়, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। জাতীয় বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এ বছর ব্যাটালিয়ন সদর এবং বিভিন্ন বিওপি (বর্ডার আউট পোস্ট) পর্যায়ে মোট ২,০০০টি ফলজ ও বনজ গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ব্যাটালিয়নের অধীনস্থ বর্ডার গার্ড পাবলিক স্কুলসহ বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে গাছ লাগানো হবে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাহবুব-উল-হক বলেন, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এই কর্মসূচির মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে চাই।”
ইএইচ