মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
জুলাই ১০, ২০২৫, ০৩:৫৫ পিএম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পটুয়াখালী জেলা ইউনিটের অধীনে মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি কলেজ ইউনিট অফিসের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই ইউনিট অফিস উদ্বোধন করা হয়।
সুবিদখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আকতার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মো. জাফর ইমাম সিকদার।
রেড ক্রিসেন্ট সোসাইটির মির্জাগঞ্জ ইউনিটের স্বাস্থ্য বিভাগ প্রধান মো. ওলি উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—সুবিদখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আসাদুজ্জামান, সমাজসেবক মো. জাহাঙ্গীর হোসেন ফরাজী, রেড ক্রিসেন্ট সোসাইটির পটুয়াখালী জেলা ইউনিট পরিচালক মো. ফারুক আহমেদ, জেলা যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান জুবায়ের হোসেন নাসিম, মির্জাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শুভ, রেড ক্রিসেন্ট সোসাইটির মির্জাগঞ্জ ইউনিটের দলনেতা মো. রাব্বি মল্লিক, ডেপুটি দলনেতা মো. জাহিদ হাসান এবং সুবিদখালী সরকারি কলেজ ইউনিটের দলনেতা মো. সাব্বির ফরাজী।
অনুষ্ঠানে উপজেলা ও কলেজ ইউনিটের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
ইএইচ