ঝালকাঠি প্রতিনিধি
জুলাই ১০, ২০২৫, ০৪:০৫ পিএম
দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে দেশসেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা।
এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৪২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, এর মধ্যে ২২৭ জন জিপিএ-৫ অর্জন করেছে। পাশাপাশি মাদ্রাসাটি শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম জানান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদ প্রতিষ্ঠিত এ মাদ্রাসা থেকে এবার ৪২৭ জন দাখিল পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির হার ৫৪ শতাংশ এবং পাসের হার ৯৯.৭৭ শতাংশ।
তুলনামূলকভাবে, ঢাকার দারুন্নাজাত আলিয়া মাদ্রাসায় পাসের হার ৯৬ শতাংশ এবং তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ৯৭ শতাংশ। গড় মূল্যায়নে এনএস কামিল মাদ্রাসা এবার দাখিল পরীক্ষায় বোর্ডে শীর্ষস্থান অর্জন করেছে।
এদিকে এসএসসি পরীক্ষার ফলাফলেও ঝালকাঠির শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভালো ফল করেছে।
সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়: ২২২ জন পরীক্ষার্থীর মধ্যে ২১২ জন উত্তীর্ণ হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন।
সরকারি উচ্চ বিদ্যালয়: ২১৫ জন অংশগ্রহণ করে ২১২ জন উত্তীর্ণ, জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন।
ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা: ৩৮ জনের মধ্যে ৩২ জন উত্তীর্ণ, জিপিএ-৫ পেয়েছে ২ জন।
কুতুবনগর আলিম মাদ্রাসা: ৩৮ জন অংশ নিয়ে ৩৪ জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ২ জন।
উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়: ১২৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৮১ জন উত্তীর্ণ হলেও কেউ জিপিএ-৫ পায়নি।
স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এসব ফলাফল প্রমাণ করে ঝালকাঠিতে শিক্ষার মান ক্রমাগত উন্নতির দিকে রয়েছে।
ইএইচ