ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি
জুলাই ১০, ২০২৫, ০৪:২০ পিএম
২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় কিশোরগঞ্জের ইটনায় অসহায়, প্রতিবন্ধী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ফৌজিয়া খাঁন।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে ইটনা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম।
অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ জোড়া স্কুল বেঞ্চ (মূল্য ৭ লক্ষ টাকা), অসহায় পরিবারের মাঝে ৭০টি সেলাই মেশিন (মূল্য ৫ লক্ষ টাকা) এবং প্রতিবন্ধীদের মাঝে ৯টি হুইলচেয়ার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ফৌজিয়া খাঁন বলেন, “উপজেলার সার্বিক উন্নয়নে রাজনৈতিক দল, শিক্ষক, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের একসঙ্গে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম সোহাগ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, উপজেলা জামায়াতের আমির হাফেজ আবুল হোসাইন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ফৌজিয়া খাঁন ইটনা উপজেলা ভূমি অফিস, ইটনা সদর ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা সমাজসেবা অফিস, ইটনা থানা ও আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে ইটনা ত্যাগ করেন।
ইএইচ