অমৃত জ্যোতি, মধ্যনগর
আগস্ট ১২, ২০২৫, ০৪:৩৭ পিএম
সুনামগঞ্জের মধ্যনগরের কৃতিসন্তান ও কেন্দ্রীয় ছাত্রদল সহসভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন মাতৃভূমি সফরকালে মঙ্গলবার দুপুরে মধ্যনগর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত পথসভায় অংশগ্রহণ করেন।
মধ্যনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোছাব্বির হোসেন সাগরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন বলেন, “হাওরে আর কোনো গডফাদার হতে দেবো না।”
এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন থেকে বাংলাদেশকে মুক্ত করে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে বিএনপি কঠোর চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই আসুন, আগামী দিনে জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধ হই।”
তিনি আরও বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের আরও এগিয়ে আসতে হবে। সুনামগঞ্জ-১ আসনে শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। নতুবা বিজয় সুনিশ্চিত হবে না। আমি আমার এলাকাবাসী ও ভাই-বোনদের কাছে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে মনোনয়নের জন্য সমর্থনের আবেদন জানাচ্ছি।”
সেই সঙ্গে মধ্যনগর উপজেলার উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
পথসভায় এলাকার বিপুল সংখ্যক জনতার উপস্থিতি দেখে মোহাম্মদ নিজাম উদ্দিন মুগ্ধতা প্রকাশ করেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
ইএইচ