মিরাজ আহমেদ, মাগুরা
আগস্ট ১৯, ২০২৫, ০৫:৩৯ পিএম
মাগুরায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স হালনাগাদ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রাপ্তির অগ্রগতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌরসভার প্রশাসক মো. আব্দুল কাদের।
বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর মাগুরার পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. শামীম কবির।
সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার মান ও রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স হালনাগাদ এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান অতিথি মো. আব্দুল কাদের বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। লাইসেন্স হালনাগাদ ছাড়া কেউ ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার চালাতে পারবে না।”
বিশেষ অতিথি শোয়াইব মোহাম্মদ শোয়েব বলেন, “সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া ছাড়পত্র দেওয়া হবে না। পরিবেশের ক্ষতি করে স্বাস্থ্যসেবা চালু রাখা যাবে না।”
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. শামীম কবির বলেন, “মাগুরার স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত তদারকি চলছে। রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে সবাইকে আইন মেনে পরিচালনা করতে হবে।”
সভায় জেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরাও উপস্থিত থেকে মতামত তুলে দেন।
ইএইচ