ফেনী প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৫, ০৭:৫৭ পিএম
ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক বলেছেন, ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা মামলা ও হামলার শিকার হয়ে সাধারণত ঘরে থাকতে বাধ্য হয়েছেন। তাদের দু:শাসনের কারণে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছিল এবং এতে কিছু নেতাকর্মী পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
বলেন, “ফ্যাসিবাদের কেউ যেন বিএনপির সদস্য ফরম পূরণ করে দলে অনুপ্রবেশ করতে না পারে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কেউ যদি অনুপ্রবেশে সহযোগিতা করে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
গাজী মানিক আরও উল্লেখ করেন, ২৪’র ৫ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র ও জনতার বিরুদ্ধে সংঘটিত নির্মম গণহত্যায় যারা জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার বিকেলে ফেনী পৌরসভাধীন ১১ নং ওয়ার্ডে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের স্থান ছিল মহিপাল তৈয়বিয়া মাদ্রাসা মিলনায়তন।
বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া ও যুগ্ম আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়া। সভাপতিত্ব করেন ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির চৌধুরী এবং সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ।
সভায় বক্তব্য রাখেন ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহআলম ফরায়জী, শহর যুবদলের সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ এবং শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন রুমেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
তিনি আরও বলেন, “মানুষ এখন নির্বাচনের জন্য উন্মুখ। নির্বাচনের ক্ষেত্রে ষড়যন্ত্র মোকাবিলা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিএনপির সকল নেতাকর্মীকে চোখ-কান খোলা রাখতে হবে।”
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচ