মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৫, ০৭:৪০ পিএম
বরিশালের মেহেন্দিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর বোন নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর ইউনিয়নের চরহোগলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন— চরহোগলা গ্রামের প্রবাসী পান্না সরদারের কন্যা শিশু মোসা. আলিয়া (৪ বছর ৬ মাস) এবং মোসা. আয়সা (৩ বছর ৬ মাস)। তাদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুর্ঘটনার দিন দুই শিশু বসত ঘরের সামনের উঠানে খেলাধুলা করছিল। কিছুক্ষণের মধ্যে তারা পুকুরপাড়ে চলে যায়। মা মোসা. মুন্নি বেগম তাদের দেখা না পেয়ে খোঁজাখুঁজিতে পুকুরে গিয়ে দেখতে পান, দুই সন্তান পানিতে ভেসে রয়েছে। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে শিশুদের পুকুর থেকে উদ্ধার করে দ্রুত মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, যেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. শহীদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম সংবাদদাতাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে পরিবারের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিবারের কারো কাছ থেকে অভিযোগ পাওয়া যায়নি।
স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা প্রদান করছেন।
ইএইচ