নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৫, ০৭:৩৫ পিএম
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১ হাজার ৪ শত পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার মুশুল্লি ইউনিয়নের কাওয়ারগাতি এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোছা. সুইটি আক্তার ময়না (২৫) এবং মো. আনিস মিয়া (৫০)।
অভিযানের সময় আরও একজন মাদক কারবারি মো. মিজান মিয়া (২৬) পালিয়ে যেতে সক্ষম হন।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের পরিদর্শক কানিজ ফাতেমা ঘটনাস্থল থেকে নিশ্চিত করেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
ইএইচ