মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ
আগস্ট ১৯, ২০২৫, ০৭:৫২ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা মঙ্গলবার হবিগঞ্জ পৌরসভা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ মুশফিক আহমেদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমরান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার তিনবারের মেয়র আলহাজ্ব জি কে গউছ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বৈদেশিক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল মুকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র সহসভাপতি শেখ সুজাত মিয়া, এনামুল হক এনাম, আহাম্মদুল হক আবদাল, এনামুল হক সেলিম, ইসলাম তরফদার তনু সহ আরও অনেকে।
সভায় প্রধান অতিথি আলহাজ্ব জি কে গউছ বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকার জনগণের ওপর অত্যাচার চালাচ্ছে। বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে বছরের পর বছর নির্যাতন চলেছে। ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নেতাকর্মীরা সাহসী ভূমিকা নিয়েছেন, যার ফলে নতুন একটি স্বাধীনতা অর্জিত হয়েছে। এটি রক্ষা করা সকলের দায়িত্ব।”
তিনি আরও যোগ করেন, “আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান সঠিক মর্যাদায় দেশে ফিরে আসবেন এবং সারা দেশের কোটি কোটি মানুষ তাকে বরণ করবেন।”
বার্ষিকী উদযাপন শেষে একটি র্যালি আয়োজন করে হবিগঞ্জ শহরে প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
ইএইচ