ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
Amar Sangbad

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে বিআরটিএ’র চেক প্রদান

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী প্রতিনিধি

আগস্ট ১৯, ২০২৫, ০৬:১১ পিএম

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে বিআরটিএ’র চেক প্রদান

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের হাতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক অনুমোদিত ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে নরসিংদী জেলা প্রশাসক মো. রাশেদ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ নরসিংদী সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমীন, মোটরযান পরিদর্শক মো. রাসেল আহমেদ, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. মিনহাজ উদ্দীন আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার দুকুন্দী-মরজাল এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মো. তাপস মিয়া (৩৩) ও রনি মিয়া (৩০) নিহত হন। নিহতদের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভাগে ক্ষতিপূরণ চেয়ে আবেদন করা হয়।

এরপর তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় নিহত প্রতিটি ব্যক্তির জন্য ৫ লাখ টাকা করে অনুদান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

এ প্রেক্ষিতে তাপস মিয়ার পক্ষে তার পিতা মো. হাবিবুর রহমান এবং রনি মিয়ার পক্ষে তার পিতা জুমান মিয়ার নিকট চেক হস্তান্তর করা হয়। নিহত উভয়ের বাড়ি রায়পুরা উপজেলার শিবপুর গ্রামে।

বিআরটিএ সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমাণসহ নির্ধারিত ফরমে আবেদন করলে ট্রাস্টি বোর্ড আবেদন যাচাই-বাছাই পূর্বক অর্থ সহযোগিতা মঞ্জুর করে।

ইএইচ

Link copied!