ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
Amar Sangbad

নরসিংদীতে ভুয়া সাংবাদিক আটক, মুচলেকা দিয়ে মুক্তি

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী প্রতিনিধি

আগস্ট ১৯, ২০২৫, ০৭:১৯ পিএম

নরসিংদীতে ভুয়া সাংবাদিক আটক, মুচলেকা দিয়ে মুক্তি

নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ভুয়া সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করায় তালাত মাহামুদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তিনি মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেলাব উপজেলার বাজনাবো গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. জহিরুল ইসলাম নরসিংদী শহরের টাউয়াদী মহল্লার মো. হারিছ মিয়ার পুত্র তালাত মাহামুদ থেকে ১০ হাজার টাকার বিনিময়ে ‘নিউজ ২৪’ এর একটি ভুয়া পরিচয়পত্র গ্রহণ করেন।

মঙ্গলবার ভোরে জহিরুল ইসলাম নরসিংদী শহরের একটি বেকারীর দোকানে নিজেকে নিউজ ২৪ এর প্রতিনিধি পরিচয় দিয়ে অর্থ দাবি করতে যান। 

বিষয়টি বেকারীর মালিক জানতে পেরে ঢাকা নিউজ ২৪ কার্যালয়ে ফোন করলে তারা জানান, এ নামে তাদের কোনো প্রতিনিধি নেই। নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি মো. হৃদয় খান বিষয়টি জানতে পেরে জহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন।

পরবর্তীতে জহিরুল ইসলামকে দিয়ে তালাত মাহামুদকে আসল পরিস্থিতি জানার জন্য জিজ্ঞাসা করা হলে তিনি প্রথমে অস্বীকার করেন। পরে গণধোলাইয়ের পর তিনি ঘটনাটি স্বীকার করেন। তালাত মাহামুদের শরীর তল্লাশী করে তার পকেট থেকে ৮টি ভিন্ন গণমাধ্যমের পরিচয়পত্র উদ্ধার করা হয়।

সংক্রান্ত খবর পেয়ে নরসিংদী প্রেসক্লাবের সভাপতি তালাত মাহামুদকে প্রেসক্লাবে নিয়ে যান এবং ৩ শত টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করে মুচলেকা নেন। তিনি শপথ নেন, ভবিষ্যতে আর এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না।

উদ্ধারকৃত পরিচয়পত্রগুলো হলো— দৈনিক বজ্রশক্তি, জাতীয় সাপ্তাহিক স্বকাল চিত্র, দৈনিক মুক্তি সমাচার, বিবিসি নিউজ ২৪, তদন্ত রিপোর্ট, জাতীয় দৈনিক বাংলা প্রতিদিন, দৈনিক চৌকস, জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

এই ঘটনার মাধ্যমে নরসিংদীতে ভুয়া সাংবাদিকতার চেষ্টা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

ইএইচ

Link copied!