Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

গুচ্ছ পদ্ধতিতে ইবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

আগস্ট ১৩, ২০২২, ০৪:৫৪ পিএম


গুচ্ছ পদ্ধতিতে ইবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

গুচ্ছ পদ্ধতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ‍‍`বি‍‍` ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ আগস্ট) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৮টি ভবনে প্রায় শতভাগ পরীক্ষার্থীর উপস্থিতিতে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান বলেন, ‍‍`বি‍‍` ইউনিটের ভর্তি পরীক্ষায় কোনো রকম অপ্রীতিকর কিছু ঘটার অভিযোগ পায়নি, সুষ্ঠুভাবেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। যারা সার্বিক সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

উল্লেখ্য, আগামী ২০ আগস্ট ‘সি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষা দুপুর ১২টা হতে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আমারসংবাদ/এসএম

Link copied!