Amar Sangbad
ঢাকা বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

২০২২/২৩ শিক্ষাবর্ষ

ধনবাড়ী সরকারি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন

ধনবাড়ী ( টাঙ্গাইল) প্রতিনিধি

ধনবাড়ী ( টাঙ্গাইল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৮:৩৭ পিএম


ধনবাড়ী সরকারি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন

টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজের ২০২২/২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস বুধবার (১ ফেব্রুয়ারি) উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

কলেজের (ভারপ্রাপ্ত), অধ্যক্ষ মো. আকতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন পৌর মেয়র মুহাম্মদ  মনিরুজ্জামান বকুল, উপজেলা  আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মীর ফারুক আহমাদ , প্রফেসার  মো. সুলতান আহমেদ, মো. রেজাউল হক,  

আরো উপস্থিত ছিলেন শিক্ষক /শিক্ষিকা সহ মানবাধিকার কর্মী জীবন মাহমুদ শক্তি, উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক তাপস দে,  ছাত্রীদের মধ্য বক্তব্য দেয় মারিয়া জাহান মিরা,  জেমি , তামান্না। 

প্রধান অতিথি বলেন, শিক্ষার কোন বিকল্প নেই, শিক্ষার পাশাপাশি খেলা  ধুলাতেও এগিয়ে  যেতে হবে  এবং ধনবাড়ীকে আলোকিত করতে হবে , সভাপতি ছাত্র ছাত্রীরে উদ্দেশ্যে বলেন তোমাদের লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে, তোমরা কোনভাবেই কলেজে স্মার্টফোন নিয়ে প্রবেশ করবে না পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন খাইরুল ইসলাম।

আরএস
 

Link copied!