Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

মার্চ ৩০, ২০২৩, ১২:০৮ পিএম


সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বুধবার (২৯ মার্চ) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন ও বিকাল চারটায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইয়াহিয়া জিসান সঞ্চালনা করেন। এসময় বাংলা বিভাগের শিক্ষার্থী জহির ফয়সাল বলেন, ‍‍`ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে একটি কালো আইন করে সাংবাদিকদের স্বাধীন মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। স্বাধীন দেশে স্বাধীনতা দিবসে আমাদের লেখার ও মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জানাই।‍‍`

চারুকলা বিভাগের শিক্ষার্থী খালিদ মাহমুদ তন্ময় বলেন, ‍‍`স্বাধীনতা দিবসে একজন সাংবাদিকের কথা বলার স্বাধীনতা নাই, লেখার স্বাধীনতা নাই। আজ দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এ পরিস্থিতিতে যখন একজন সাংবাদিক মানুষের প্রতিক্রিয়া তুলে ধরে তখন তাকে গ্রেপ্তার করা হয়। আমরা এর তীব্র নিন্দা জানাই।‍‍`

এদিকে শামসুজ্জামানের মুক্তির দাবিতে বিকাল চারটায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহিদ মিনারের সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি বলেন, ‍‍`নিজ বাসা থেকে একজন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হয়েছে যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি সহায়তা যুগিয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের দোহাই দিয়ে এভাবে মানুষকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এটি তখনই করা হয় যখন রাষ্ট্রের গদি টলমল করে। এর আগেও সাংবাদিক ও আলোকচিত্রী শহীদুল আলমসহ অনেককেই এভাবে এই আইনে তুলে নিয়ে যাওয়া হয়েছে।‍‍`

প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী সুদিপ্ত দে বলেন,  ‍‍`শামস্ ভাইকে অন্যায় ভাবে অনৈতিক ভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই সরকার বিভিন্ন সময়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে যারা বাঁচার মত বাঁচতে চেয়েছে তাদের তুলে নিয়ে গেছে। আমরা চাই শামস ভাইকে তার পরিবারের কাছে ফিরিয়ে নিয়ে আসা হোক। প্রথম আলোর সম্পাদক আছে, কাউন্সিল আছে তাদের কোনো ব্যবস্থা না নিতে দিয়ে ব্যাকডেটে মামলা দিয়া কোনভাবেই যুক্তিসংগত না।‍‍`

এছাড়াও সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী তামিম স্রোত এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি প্রমুখ।

উল্লেখ্য, আজ ভোর চারটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকা থেকে সাদা পোশাকে সিআইডি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। গত ২৬ শে মার্চ দৈনিক প্রথম আলোয় প্রকাশিত তার  একটি সংবাদে একজন দিনমজুরের বক্তব্য প্রকাশিত হয়েছিল, যেখানে উদ্বৃত করা হয়, "পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কী করুম। বাজারে গেলে ঘাম ছুটে যায়। আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব"। এ নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হলে পরবর্তীতে প্রথম আলো ওই খবরটি সংশোধন করে। প্রথম আলোর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, প্রথমে প্রকাশিত এই প্রতিবেদনের শিরোনাম এবং ব্যবহার করা ছবির মধ্যে অসঙ্গতি থাকায় ছবিটি তুলে নেয়া হয়েছে এবং শিরোনাম সংশোধন করা হয়েছে। সাংবাদিক শামসুজ্জামান শামসকে ডিজিটাল সিকিউরিটি এক্টের অধীনে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

আরএস

Link copied!