Amar Sangbad
ঢাকা রবিবার, ০১ অক্টোবর, ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০

ঢাবি সাংবাদিক সমিতির ৩৮ বছরপূর্তি উদযাপিত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০৭:১২ পিএম


ঢাবি সাংবাদিক সমিতির ৩৮ বছরপূর্তি উদযাপিত

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত  হয়েছে।

এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

পরে উপাচার্যের নেতৃত্বে ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বরে এক র‌্যালি বের করা হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহী, সাবেক নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সমিতির সদস্যবৃন্দ এবং সমিতি সংশ্লিষ্ট বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি দেশে শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত সকল সাংবাদিক সংগঠনের নিকট পথিকৃৎ।

এই সংগঠনকে অনুসরণ করেই দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সংগঠন গড়ে উঠেছে। সমিতির সদস্যরা পেশাদারিত্বের সাথে সংবাদ উপস্থাপনার মাধ্যমে শিক্ষাঙ্গনের নানা অসংগতি তুলে ধরে সুষ্ঠু ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণাসহ সামগ্রিক উন্নয়নকে আরও এগিয়ে নিতে সততা, বস্তুনিষ্ঠতা ও দক্ষতার সঙ্গে কাজ করার জন্য সমিতির সদস্যবৃন্দের প্রতি উপাচার্য আহবান জানান।

এইচআর

Link copied!