Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ জুলাই, ২০২৪,

আলোকতরী সাংস্কৃতিক সংগঠনের সভাপতি তুহিন সম্পাদক কানিজ

পবিপ্রবি প্রতিনিধি

পবিপ্রবি প্রতিনিধি

সেপ্টেম্বর ২৩, ২০২৩, ০২:৪৪ পিএম


আলোকতরী সাংস্কৃতিক সংগঠনের সভাপতি তুহিন সম্পাদক কানিজ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) এর সাংস্কৃতি বিষয়ক সংগঠন ‘আলোকতরী সাংস্কৃতিক সংগঠন’র নতুন কমিটি গঠন হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে সংগঠন কর্তৃক নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নতুন কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনটির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নিউট্রিশন ও ফুড সায়েন্স অনুষদের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তুহিন হোসেন সুমন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী কানিজ ফাতিমা।

সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আলী, বিদায়ী কমিটির সভাপতি শাহজাহান শেখ ও সাধারণ সম্পাদক আহম্মেদ সোহেল আমিন সাকিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, সংগঠনটি শিক্ষার্থীদের হাত ধরে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাচ, গান, অভিনয়, আবৃত্তিসহ নানান সাংস্কৃতিক বিষয় নিয়ে কাজ করছে।

এআরএস

Link copied!