Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

সরকারি মাদরাসায় নারী শিক্ষক ১৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৯, ২০২৪, ০৩:৩৬ পিএম


সরকারি মাদরাসায় নারী শিক্ষক ১৩ শতাংশ

দেশের সর্বস্তরে নারী-পুরুষের সমতার কথা বলা হলে মাদ্রাসা এখনো অনেক পিছিয়ে। মাত্র ১৩ শতাংশ নারী সরকারি মাদরাসার শিক্ষক। আর বেসরকারি মাদরাসায় এ হার কিছুটা বাড়লেও সমতার অনেক দূরে।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে।

ব্যানবেইসের প্রতিবেদন থেকে জানা গেছে, দেশে সরকারি মাদ্রাসা ৩টি। শিক্ষক সংখ্যা ৭৬ জন। এর মধ্যে ১০ জন মহিলা শিক্ষা। যা মোট শিক্ষকের ১৩ দশমিক ১৬ শতাংশ। দেশে বেসরকারি মাদ্রাসা আছে ৯ হাজার ২৫৬ টি। মোট শিক্ষক ১ লাখ ১৮ হাজার ২০৪টি। মহিলা শিক্ষক ২৩ হাজার ১৫৬ জন। যা মোট শিক্ষকের ১৯দশমিক ৫৮ শতাংশ।

বিআরইউ

Link copied!