জাবি প্রতিনিধি:
জুলাই ১৩, ২০২৫, ১২:৫৯ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে প্রক্টরিয়াল টিমের সদস্য কর্তৃক আটক হয়েছে চারুকলা এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২ শিক্ষার্থী। শনিবার (১২ জুলাই) রাত ৯টা নাগাদ তাদের আটক করা হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট সংলগ্ন এলাকায় গাঁজা সেবনকালে ২ শিক্ষার্থী প্রক্টরিয়াল বডির হাতে ধরা পরে। এ সময় তারা প্রক্টরিয়াল বডির সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে, এবং আইনি কার্যক্রমে বাধা সৃষ্টি করে।
আটককৃত দুই শিক্ষার্থী হলো— বিশ্ববিদ্যালয়ের চারুকলা ৪৮ ব্যাচের তাহমিদ নবেল এবং নাটক ও নাট্যতত্ত্ব ৪৮ ব্যাচের মেহেদি ইসলাম।
আটককারী শিক্ষক সহকারী প্রক্টর অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, আমরা তাদেরকে ট্রান্সপোর্ট সংলগ্ন এলাকায় গাঁজা সেবন করতে দেখতে পাই। এমতাবস্থায় আমরা তাদের আটক করি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আমরা এ বিষয়ে আলোচনা সাপেক্ষে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।
বিআরইউ