হেলাল মজুমদার, ভেড়ামারা
জুলাই ১৩, ২০২৫, ০৭:৫৯ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ ও ইমাম হত্যাকাণ্ডসহ যুবদল নেতাকর্মী হত্যার প্রতিবাদ এবং অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুষ্টিয়ার ভেড়ামারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তব্য দেন— ভেড়ামারা উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম রেজা শামীম, সদস্য সচিব মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হোসাইন সোহাগ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব মালিথা, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান জিন্নাহ, সদস্য সচিব নজিমুল হক সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোখলেছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমান ও সিজার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাব্বি শেখ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস. এম. রানা, সদস্য সচিব ওয়াশিম আকরাম এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব প্রত্যাশা করিম।
বক্তারা তাদের বক্তব্যে অবিলম্বে দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
ইএইচ