শরীফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয়
আগস্ট ১৭, ২০২৫, ০৬:২৭ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
রোববার বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের নিচ তলায় আনুষ্ঠানিকভাবে ২৫টি বিভাগের নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন, প্রধান অতিথি ও ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
ওরিয়েন্টেশনের পর নবীনরা নিজ নিজ বিভাগে গিয়ে ফুল, কলম, খাবারসহ উপহার সামগ্রী গ্রহণ করেন। বিভাগীয় দেয়ালে আলপনা ও পোস্টারিংয়ের মাধ্যমে নতুনদের স্বাগত জানানো হয়।
নবীন শিক্ষার্থীরা জানান, প্রথম দিনের অভিজ্ঞতা আনন্দময় ও স্মরণীয়। নবীনরা ক্যাম্পাসজুড়ে আড্ডা, উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ প্রাণবন্ত করে তোলে।
রবিউল ইসলাম, এক নবীন শিক্ষার্থী বলেন, “আজ থেকে আমার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। নতুন বন্ধুদের প্রাণচাঞ্চল্য আমাকে নতুন যাত্রার পথে পা বাড়াতে অনুপ্রাণিত করেছে।”
মাহফুজুর রহমান বলেন, “ক্যাম্পাসের প্রথম দিনের ওরিয়েন্টেশন একেবারেই ভিন্ন ও স্মরণীয় অভিজ্ঞতা।”
নবীনদের আগমনের সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দিনব্যাপী উৎসবমুখর হয়ে ওঠে।
ইএইচ