আগস্ট ১৯, ২০২৫, ০৬:১৮ পিএম
কিছুদিন আগে নাটকের শুটিং চলাকালীন দুর্ঘটনায় বাঁ পায়ে আঘাত পান অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। চিকিৎসকের পরামর্শে প্রাথমিক চিকিৎসা শেষে তার পায়ে প্লাস্টার করা হয়। বিশ্রামের কথা বলা হলেও তিনি পায়ে ব্যান্ডেজ নিয়েই শুটিং শেষ করেন।
ব্যস্ত সময় পেরিয়ে অবশেষে এখন কিছুটা অবসর পাচ্ছেন সুনেরাহ। সোমবার (১৮ আগস্ট) তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করে জানালেন, বাড়িতে সময় কাটাতে পারা তার জন্য স্বস্তির।
ছবিগুলোতে মেকআপ ছাড়াই খোলা চুলে ধরা দিয়েছেন অভিনেত্রী। চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট হলেও দর্শক-অনুরাগীদের কাছে তিনি হয়েছেন প্রশংসিত। সুনেরাহর ভাষ্যে, টানা কাজের চাপেই চোখের নিচে কালো দাগ পড়েছে।
তিনি মনে করেন— ক্লান্তি কিংবা অসম্পূর্ণতাকে আড়াল না করে প্রকাশ করাটাই শক্তির বহিঃপ্রকাশ। এর আগে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, “অভিনেতাদের কেন সবসময় নির্ভুলভাবে দেখতে হবে? আমরা মানুষ, ক্লান্ত হলে ডার্ক সার্কেল আসবেই, রোদে থাকলে ট্যান হবে—এটাই স্বাভাবিক।”
তার মতে, শিল্পীদের বিচার করতে হবে তাদের প্রতিভা দিয়ে—অভিনেতাদের অভিনয় আর গায়কদের গানের ক্ষমতা দিয়ে। মানুষের চেহারা নিয়ে কারও মাথা ঘামানোর কথা নয়। সুনেরাহ আরও বলেন, “মানুষের ত্রুটিই তার সৌন্দর্য। আমরা তো মানুষ, এআই নই।”