Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৮১

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৮:৪৪ পিএম


ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৮১

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ১ হাজার ৪৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৩৯০ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। এ পর্যন্ত মোট ৯ হাজার ২৪০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৪৪ জন মারা গেছেন। আর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৭৭ জনে।

 

টিএইচ

Link copied!