Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৩৯

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৩, ২০২২, ০৬:৪৬ পিএম


করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৩৯

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৩৯ জন। দৈনিক শনাক্তের হারও নেমে এসেছে ৫ শতাংশের নিচে।

রোববার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে রোববার (২৩ অক্টোবর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৩৪টি নমুনা পরীক্ষা করে ১৩৯ জন রোগী শনাক্ত হয়েছে। তাতে দিনে শনাক্তের হার কমে হয়েছে ৪ দশমিক ৪৪ শতাংশ। আগের দিন এই হার ৫ দশমিক ৪৯ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৪ হাজার ১৪১ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪১৩ জনে।

গত ২৪ ঘণ্টায় ৪৪৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭৭ হাজার ৯১৬ জন।

টিএইচ

Link copied!