Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫,

মৃত্যুহীন দিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৬

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১৯, ২০২৩, ০৪:৫৫ পিএম


মৃত্যুহীন দিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৬

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকায় ছয়জন ও ঢাকার বাইরে ১০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৪৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৭৪ জন।

উল্লেখ্য, গত বছর ৬২ হাজার ৩৮২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে মারা যান ২৮১ জন।

টিএইচ

Link copied!