Amar Sangbad
ঢাকা রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪,

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথের ৬ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১২, ২০২৪, ১১:১৪ এএম


সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথের ৬ দিনের রিমান্ড

গতকাল রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতারের পর আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে তাকে আদালতে তোলা হয়। এরপর পুশিলের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হয়।

বরগুনা–১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভুর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন। এরপর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে যান। তাদের কেউ কেউ গ্রেফতার হয়েছেন। আবার অনেকে দেশ ছেড়েছেন বলে খবর পাওয়া গেছে। এরই মধ্যে গতরাতে ধীরেন্দ্রনাথ শম্ভুকে গ্রেফতারের কথা জানায় পুলিশ।

বিআরইউ

Link copied!