Amar Sangbad
ঢাকা রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪,

বাংলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১০, ২০২৪, ০৬:৪৮ পিএম


বাংলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগ

নিয়োগের এক মাস পরই বাংলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী। শনিবার (১০ আগস্ট) পদত্যাগ করেন তিনি।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক পদে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ২৪ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করেন।

হারুন-উর-রশীদ আসকারী ১৯৯০ সালের জুলাইয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগদান করেন এবং ২০০৫ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান।

এছাড়া তিনি ২০০৮ সালের অক্টোবর থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত সৌদি আরবের বাদশাহ খালিদ বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ছিলেন। পরে তিনি ২০১৬ সালের আগস্টে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন।

আরএস

Link copied!