ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫
Amar Sangbad

একুশে বইমেলায় কবি টিএম মনোয়ার হোসেনের ‘কেতুমিয়ার ভিজিট কম’

মনিরুজ্জামান মিথুন

মনিরুজ্জামান মিথুন

ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৩:৫৭ পিএম

একুশে বইমেলায় কবি টিএম মনোয়ার হোসেনের ‘কেতুমিয়ার ভিজিট কম’

অমর একুশে বইমেলায় কবি-সাহিত্যিক টিএম মনোয়ার হোসেন-এর কাব্যাপোন্যাস ‘কেতুমিয়ার ভিজিট কম’।

কাব্যগ্রন্থ প্রকাশনীর পরিবেশনায় ‘কেতুমিয়ার ভিজিট কম’ প্রথম ও দ্বিতীয় খণ্ড একসাথে পাওয়া যাচ্ছে রাজা প্রকাশনীর ৮২ নম্বর স্টলে।

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের তরণীপাড়া গ্রামের মরহুম বদিউজ্জামান ও মাতা মরহুমা মনোয়ারা বেগম দম্পতির সন্তান কবি টিএম মনোয়ার হোসেন।

তিনি পঞ্চগড় জেলা প্রশাসন পরিচালিত ‘কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন’ এ মাধ্যমিক শাখায় বিজ্ঞান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

কবি টিএম মনোয়ার হোসেন বলেন, তাঁর ১৩টি একক গ্রন্থের মধ্যে ‘কেতুমিয়ার ভিজিট কম’ কাব্যাপোন্যাস সম্পূর্ণ আলাদা ধাঁচের একটি কাব্যাপোন্যাস। সব শ্রেণির পাঠককে আমার ‘কেতুমিয়ার ভিজিট কম’ বইটি তৃপ্তি আনায়ন উপযোগী। ‘কেতু’ নামটা শুনলেই কেমন যেনো অবাক লাগে! কেতু? হাসিও কম পায় না! কে এই কেতু? ‘কেতু’ অন্য কেউ না। আমাদের সমাজেরই কেউ না কেউ। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠা তার। নষ্ট হয়ে যাওয়া এক টোকাই সম্পর্কে নানা উপদেশ-পরামর্শ এবং দিক-নির্দেশনা।

এছাড়াও নতুন নতুন নানা তথ্য-উপাত্তে ভরা এ বইটিতে। একুশে বইমেলায় বেস্ট সেলার একটি বই। পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান রাজা প্রকাশনীর ৮২ নম্বর স্টলে। কবি মনে করেন কাব্যাপোন্যাস বইটি এবার অনেক পাঠকের হাতে পৌঁছিবে।

লেখকের অন্যান্য বই সমূহের মধ্যে ‘এ কেমন পৃথিবী’ (উপন্যাস), ‘পরীর রাজ্যে আমি’ (কিশোর উপন্যাস) ‘সাত সমুদ্র তের নদী’ (কিশোর উপন্যাস), ‘ছড়ার বেশে কল্প দেশে’ (শিশুতোষ ছড়া), ‘কেতুমিয়ার ভিজিট কম’ (কাব্যাপোন্যাস), ‘প্রেম’ (কাব্যগ্রন্থ), ‘শূন্যেই শূন্যতা’ (কাব্যগ্রন্থ), ‘স্মৃতির অ্যালবামে স্বাধীনতা’ (কাব্যগ্রন্থ), ‘সিঁড়ি বেয়ে’ (কাব্যগ্রন্থ),‘ হাফ ডজন প্রেম কয়েক ডজন কথা’ (গল্পগ্রন্থ), ‘দুঃখের অরণ্যে বসবাস’ (গল্পগ্রন্থ), ‘প্রেমের কত রকম ফের’ (গল্পগ্রন্থ) ও ‘ভালোর পথে নতুন আলো’ (শিশুতোষ ছড়া)। লেখার পাশাপাশি তিনি শিক্ষকতা, সাহিত্য চর্চার সাথে গানও লিখছেন। এ পর্যন্ত আধুনিক, পল্লীগীতি, ভাওয়াইয়া, বিচ্ছেদ, বাউল ও দেশের গান মিলে প্রায় ২৫০টিরও বেশি গান রচনা করেছেন।

ইএইচ

Link copied!