Amar Sangbad
ঢাকা সোমবার, ০৪ ডিসেম্বর, ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

অক্টোবর ১, ২০২৩, ০৯:৩৬ পিএম


মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম। তিনি রবিবার (১ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

নিজের পরিবার‍‍`কে ডাক্তার দেখানোর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম। ডাক্তার দেখানোর পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পিযুষ কুমার সাহা সরকারী হাসপাতালের সেবার মান ও পরিবেশ সহ বিভিন্ন দিক পরিদর্শনের জন্য অনুরোধ করেন, হাসপাতালে চিকিৎসারত রুগী এবং রুগীর স্বজনদের সাথে সেবার মান নিয়ে আলাপ করেন, রোগী এবং রোগীর স্বজনরা সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। 

সেবা নিতে আসা রোগী এবং রোগের স্বজনরা বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র কিছুদিন আগেও ছিল অন্যরকম। হাসপাতাল চত্বরে খোলা জায়গা ছিল। ওই সব স্থান সারা বছর ময়লা-আবর্জনা,ঘাস ও কাদা-পানিতে ভরে থাকত। এখন হাসপাতলের পতিত জায়গাগুলো যেন হেসে ওঠেছে। 

এ পরিবর্তনের নেপথ্য কারিগর মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযুষ কুমার সাহা। পরিবেশগত উন্নতি ছাড়াও স্বাস্থ্যসেবায়ও অনন্য অবদান রেখে চলেছে স্বাস্থ্য কমপ্লেক্সটি। সীমিত সামর্থ্যের মধ্যেই সেবার ক্ষেত্রেও যুগান্তকরী পরিবর্তন এসেছে। স্বাভাবিক প্রসব, সিজারিয়ান অপারেশন, প্রসব-পূর্ব ও পরবর্তী সেবা, হাসপাতাল ব্যবস্থাপনাসহ অন্যান্য সেবা, জন্যস্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ আমরা বদ্ধ পরিকর।

আরএস
 

Link copied!