Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ জুলাই, ২০২৪,

ইসি রাশেদা

নির্বাচনে এলে বিএনপিকে নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২৮, ২০২৩, ০৪:১৯ পিএম


নির্বাচনে এলে বিএনপিকে নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে

বিএনপি নির্বাচনে এলে নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে। তারা এলে তফসিলের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।  

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে এবং প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিদেশি পর্যবেক্ষক আসায় নির্বাচন সুষ্ঠু হবার সম্ভাবনা বেড়ে যায়।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় রাজশাহী, নাটোর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার, আরএমপি, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

আরএস

 

 

Link copied!