Amar Sangbad
ঢাকা বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪,

কড়া হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার

কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৯:০০ পিএম


কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না

জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, কেউ আইন নিজের হাতে তুলে নিলে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব।

দায়িত্ব গ্রহণের এক মাস পূর্তি উপলক্ষে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একথা বলেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আপনাদের আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আর যেন আমাদের কোন স্বৈরাচারের হাতে পড়তে না হয়, আমরা যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি, আমরা যাতে সকলেই দাবি করতে পারি যে এই দেশটি আমাদের- আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।

জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব।

আরএস

Link copied!