মাগুরা প্রতিনিধি:
মে ২৪, ২০২৫, ০৪:২৭ পিএম
মাগুরা প্রতিনিধি:
মে ২৪, ২০২৫, ০৪:২৭ পিএম
মাগুরা শহরে নিষিদ্ধ ইনজেক্টিং ড্রাগ পেথিডিন ও ইফিড্রিনের অবৈধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে দুইজনকে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (২৪ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে শহরের ভায়না মোড় হাজী রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মাদকসেবনরত অবস্থায় অনুপ দাস (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, মেসার্স মিলন ড্রাগসের মালিক মো. মিলনুজ্জামান থেকে তিনি এসব নিষিদ্ধ ওষুধ সংগ্রহ করেছেন।
এরপর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুন নবী জোহা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উক্ত ফার্মেসিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩টি জি-পেথিডিন এবং ৩৬টি জি-ইফিড্রিন অ্যাম্পুল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৫,৬০০ টাকা।
অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. মিলনুজ্জামানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং অনুপ দাসকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা প্রদান করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের মাগুরা জেলা কারাগারে পাঠানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের পরিদর্শক এস. এম. জাফরুল আলম, এসআই শেখ আব্বাস উদ্দিন, এসআই ওবায়দুর রহমান, এসআই মিনারুল ইসলাম, কনস্টেবল মুজাহিদুল ইসলাম, যুবায়ের ফকির, মিঠুন বেপারী ও অনুপ বিশ্বাস প্রমুখ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস. এম. জাফরুল আলম বলেন, ‘ইঞ্জেক্টিং ড্রাগ ব্যবহারের মাধ্যমে সমাজে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। একই সিরিঞ্জ একাধিকবার ব্যবহারে এইচআইভি/এইডসের মতো ভয়াবহ সংক্রমণ ছড়াতে পারে। এ ধরনের অবৈধ ওষুধের ব্যবসা রোধে অভিযান অব্যাহত থাকবে।’
বিআরইউ