Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আ.লীগের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৪:৩৬ পিএম


আ.লীগের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অদ্যবাদিত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা নিয়ে প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই উদ্যোগের আওতায় একটি সুশৃংখল ক্যাম্পেইন টিমের মাধ্যমে ঘরে ঘরে প্রত্যেক ভোটারের কাছে নির্বাচনী বার্তা পৌঁছানোর লক্ষ্যে  স্থানীয় পর্যায়ে দলীয় নির্বাচনী ক্যাম্পেনার  প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। 

আর এ লক্ষ্যে সোমবার (১৮ সেপ্টেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয়ভাবে উদ্বোধন করা হয় মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কার্যক্রমের।

No description available.

এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কবির বিন আনোয়ারের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ‘অফলাইন ক্যাম্পেইন’ এর ফোকাল পয়েন্ট সুফি ফারুক ইবনে আবুবকর‌ ও সহকারি ফোকাল পয়েন্ট সৈয়দ ইমাম বাকের।

এ প্রশিক্ষণ অনুষ্ঠানে শেখ হাসিনার উন্নয়নের সঠিক বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আওয়ামী লীগের কর্মপরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা বক্তব্য তুলে ধরেন বক্তারা।

সারা দেশ থেকে মনোনীত ১০০ মাস্টার ট্রেইনার বা প্রশিক্ষককে সাংগঠনিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এ অনুষ্ঠানে। যারা  পরবর্তীতে পর্যায়ের আরো নির্বাচনী প্রচারণা কর্মীদের প্রশিক্ষণ দিবেন।

এআরএস

Link copied!