Amar Sangbad
ঢাকা সোমবার, ১৬ জুন, ২০২৫,

তারেক রহমান

করিডোর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ১৭, ২০২৫, ১১:৪৯ পিএম


করিডোর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার

করিডোর ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচিত সরকারের—বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার রাতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “সরকার শহীদদের চূড়ান্ত তালিকার চেয়ে করিডোর ইস্যুকে বেশি গুরুত্ব দিচ্ছে। করিডোর কিংবা বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া-না দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নয়, নিতে হবে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে।”

তিনি অভিযোগ করেন, “১০ মাস পেরিয়ে গেলেও জুলাই বিপ্লবের শহীদ ও হতাহতদের চূড়ান্ত তালিকা দিতে পারেনি বর্তমান সরকার। এতে জনগণের মধ্যে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারের এ উদাসীনতা কি অবহেলা, নাকি ক্ষমতার মোহ—তা নিয়ে জনগণের মনে সংশয় দেখা দিয়েছে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, “সরকারের ভেতরে ও বাইরে এক ধরনের অস্থিরতা এখন দৃশ্যমান। জনগণের ভাষা ও আশা-আকাঙ্ক্ষা অনুধাবনে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে। তখন পরিস্থিতি সামাল দেওয়া সরকারের জন্য কঠিন হয়ে পড়বে।”

তিনি বলেন, “বিএনপি শুরু থেকেই সরকারের কাছ থেকে একটি স্পষ্ট কর্মপরিকল্পনার রোডম্যাপ দাবি করে আসছে। কিন্তু সরকার সে আহ্বানে সাড়া না দিয়ে বরং জাতীয় নির্বাচনের দিন-তারিখ ঘোষণার দাবিকে সংস্কারের জালে আটকে রেখেছে।”

এ অবস্থায় পরিস্থিতিকে ঘোলাটে না করে অবিলম্বে জাতীয় নির্বাচনের নির্দিষ্ট দিন-তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান।

ইএইচ

Link copied!