Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

টি-২০ র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি  

মো. মাসুম বিল্লাহ

মে ৪, ২০২২, ০৪:৫২ পিএম


টি-২০ র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি  
ফাইল ছবি

বার্ষিক হালনাগাদ করা টি-২০ র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি হয়েছে। আফগানিস্তান দুই ধাপ নেমে গেছে, আর তাদের টপকে আট ও নয়ে উঠেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

বুধবার (৪ এপ্রিল) আইসিসি টি-টোয়েন্টি'র র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি।

এদিকে ইংল্যান্ডের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে ভারত। নতুন প্রকাশিত এই র‍্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছে ভারত। দুইয়ে অবস্থান করছে ইংল্যান্ড আর তিনে আছে পাকিস্তান। এরপর যথাক্রমে আছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া।

র‍্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছে নিউজিল্যান্ড। যথারীতি সাতে আছে ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তান ছয় পয়েন্ট হারিয়ে দুই ধাপ নিচে নেমে গেছে। আর তাতেই র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ এবং শ্রীলংকার।

আমারসংবাদ/এমএস

Link copied!