Amar Sangbad
ঢাকা বুধবার, ০১ মে, ২০২৪,

ভারতের বিশ্বকাপ দল ঘোষণা

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১২, ২০২২, ০৬:৫৫ পিএম


ভারতের বিশ্বকাপ দল ঘোষণা

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। সোমবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে স্কোয়াড ঘোষণা করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এশিয়া কাপের মাঝপথে চোটে পড়েন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তখনই জানা গিয়েছিল, এশিয়া কাপ তো বটেই, বিশ্বকাপেও তাকে পাওয়া যাবে না। তবে স্বস্তির খবর হচ্ছে, চোট কাটিয়ে দলে ফিরেছেন ভারতীয় বোলিংয়ের মেরুদণ্ড জসপ্রীত বুমরাহ।

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সোমবার (১২ সেপ্টেম্বর) এই দুটি সিরিজের জন্যও দল ঘোষণা করেছে বিসিসিআই। 

এই দুটি সিরিজে রোহিত শর্মা আর বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার গুঞ্জন শোনা গেলেও স্কোয়াডে তাদের নাম আছে। এই দুটি দলে আছেন মোহাম্মদ শামি এবং দিপক চাহার।

ভারতের বিশ্বকাপ দল : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিপক হুদা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দিনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং।

স্ট্যান্ডবাই : মোহাম্মদ শামি, শ্রেয়স আয়ার, রবি বিষ্ণোই, দিপক চাহার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিপক হুদা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দিনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, হর্ষল প্যাটেল, দিপক চাহার, জসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিপক হুদা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দিনেশ কার্তিক (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, মোহাম্মদ শামি, হর্ষল প্যাটেল, দিপক চাহার, জসপ্রিত বুমরাহ।  

টিএইচ

Link copied!