Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৩০, ২০২২, ০৬:৪১ পিএম


টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ উপলক্ষ্যে আইসিসি চ্যাম্পিয়ন, রানার্সআপ ও অন্যান্য টিমের প্রাইজমানি ঘোষণা করেছে।

১৬ অক্টোবর অষ্ট্রেলিয়ায় শুরু হওয়া আসরে সর্বমোট প্রাইজমানি ৫৬ লক্ষ ডলার বা ৫৬ কোটি ১০ লাখ টাকা।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শুক্রবার (৩০ সেপ্টেম্বর) নিজেদের ওয়েবসাইটে লিখেছে— এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ২ লাখ টাকা।

আর রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়নদের অর্ধেক, অর্থাৎ৮ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি  ১ লক্ষ টাকা।

সেমিফাইনালে পরাজিত দু‍‍`দল পাবে ৪ লাখ ডলার করে (৪০ লাখ ৫০ হাজার টাকা)।

সুপার টুয়েলভ থেকে বাদ পড়া বাকি ৮ দলের জন্যও থাকছে প্রাইজ মানি। এই ৮ দলের প্রত্যেকে ৭০ হাজার ডলার (প্রায় ৭০ লাখ ১২ হাজার টাকা করে) পাবে।

এ ছাড়া সুপার টুয়েলভে প্রতি ম্যাচ জেতার জন্য ৪০ হাজার ডলার করে থাকছেই। প্রথম রাউন্ডেও থাকছে এমন পুরস্কার।

সেখানে প্রতিটি ম্যাচ জেতার জন্য থাকছে ৪০ হাজার ডলার প্রাইজ মানি। এই রাউন্ডে ১২টি ম্যাচ খেলা হবে। সব মিলিয়ে প্রথম রাউন্ডে ম্যাচ জেতার জন্য মোট প্রাইজ মানি ৪ লাখ ৮০ হাজার ডলার।

প্রথম রাউন্ডে বাদ পড়া ৪ দলের প্রত্যেকে পাবে ৪০ হাজার ডলার করে।

 র‌্যাংকিং এর মাধ্যমে আগেই  বাংলাদেশসহ ৭টি দলের বিশ্বকাপে সুপার টুয়েলভে জায়গা নিশ্চিত করেছে।  

দলগুলো হলো— আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

অন্য ৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করে প্রথম রাউন্ডের খেলবে।  সেখান থেকে ৪টি দল যোগ দেবে সুপার টুয়েলভে।

এনএইচ/এআই

Link copied!