Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

টি-টোয়েন্টি বিশ্বকাপ

রুশো-ডি ককের বিপজ্জনক জুটি

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৭, ২০২২, ১০:৩১ এএম


রুশো-ডি ককের বিপজ্জনক জুটি

টস হেরে বোলিং করতে নেমে প্রথম ওভারেই প্রোটিয়া শিবিরে ধাক্কা দেন পেসার তাসকিন আহমেদ। তুলে নেন টেম্বা বাভুমাকে। এরপর ডি কক ও রুশো ঝড় শুরু করেছেন।  

দক্ষিণ আফ্রিকা ১২ ওভারে ১ উইকেট হারিয়ে ১২৯ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ডি কক ৩২ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৫ রান করেছেন। রাইলি রুশো ৩৮ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৭৪ রানে খেলছেন। বাভুমা ২ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন।

সিডনির এই ম্যাচে কন্ডিশন বিবেচনায় বাংলাদেশ একাদশে এক পরিবর্তন এনেছে। মিডল অর্ডার ব্যাটার ইয়াসির রাব্বির জায়গায় খেলছেন মেহেদি মিরাজ। 

দক্ষিণ আফ্রিকা একাদশে পেসার লুঙ্গি এনগিডির জায়গায় খেলাচ্ছে লেগ স্পিনার তাবরেজ শামসিকে।

টিএইচ

Link copied!