Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৫, ২০২৩, ০২:৫৩ পিএম


টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড

একদল আগের দুই ম্যাচের একটিতেও জয় পায়নি। অন্যদল জয় পেয়েছে দুই ম্যাচের একটিতে। প্রথমটি আফগানিস্তান, পরেরটি ইংল্যান্ড। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আজ মুখোমুখি এই দুই দল।

শক্তির বিচারে নিঃসন্দেহে এগিয়ে ইংল্যান্ড। টসও জিতলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। টস জিতেই তিনি নিলেন বোলিংয়ের সিদ্ধান্ত। ব্যাট করার আমন্ত্রণ জানালেন আফগানিস্তানকে।

টস জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত সম্পর্কে ইংলিশ অধিনায়ক বাটলার বলেন, ‘আসলে কোনো কারণ নেই প্রথমে ফিল্ডিং করার। রান তাড়া ম্যাচ জয় করাটা হয়তো সহজ হবে। খুব ভালো ব্যাটিং উইকেট মনে হচ্ছে। যদিও, একটা প্রতিভাবান দলের বিপক্ষে খেলতে নামছি। তবে আমরা নিজেদের খেলার দিকেই ফোকাস করতে চাই। প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে ভালো উন্নতি করেছি। ধারাবাহিকতা ধরে রাখতে চাই। দলে কোনো পরিবর্তন নেই।’

আফগানিস্তানও চেয়েছিলো প্রথমে বোলিং করতে। হাশমতউল্লাহ শহিদিও স্বীকার করলেন, দারুণ ব্যাটিং উিইকেট। তিনি বলেন, ‘আমরা চাইবো যত বেশি স্কোর গড়া যায়। যাতে তাদেরকে চাপে ফেলতে পারি। অন্তত ৩০০ করার লক্ষ্য। এতে করে আমাদের স্পিনাররা ভালো পুঁজি পাবে। নজিবুল্লাহ জাদরানের পরিবর্তে দলে এসেছেন ইকরাম আলিখিল।’

ইংল্যান্ড একাদশ

জনি বেয়ারেস্ট, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ, রিসি টপলি।

আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), রশিদ খান, মুজিব-উর রহমান, নাভিন-উল হক এবং ফজল হক ফারুকি।

আরএস

Link copied!