ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad
বিপিএল-২০২৪

রান উৎসবের ম্যাচে বরিশালকে হারাল চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

জানুয়ারি ২৭, ২০২৪, ০৬:০৫ পিএম

রান উৎসবের ম্যাচে বরিশালকে হারাল চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে ফরচুন বরিশালকে ১০ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চলমান বিপিএলে চার ম্যাচে এটি তাদের তৃতীয় জয়। শনিবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮৩ তুলতে পারে বরিশাল। রান উৎসবের ম্যাচটায় চট্টগ্রাম জিতলো ১০ রানে। আইরিশ ক্রিকেটার কার্টিস ক্যাম্ফার শেষদিকে ৯ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন।এরপর বরিশালের ব্যাটিং লাইনআপ তছনছ করেছেন। ৩ ওভারে ২০ রানে নিয়েছেন ৪ উইকেট। সঙ্গে ছিল ৩ ক্যাচ। বরিশালের ৭ উইকেটের সবখানেই অবদান ছিল তার। বন্দরনগরীর হয়ে ক্যাম্ফারের দিনটাই ছিল অনবদ্য।

টসে জিতে চট্টগ্রামকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বরিশাল। দলীয় ১২ রানেই তাইজেুলের আঘাত। ওপেনার তানজিম তামিমকে দুনিথ ভেলালাগের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান বাঁহাতি এই স্পিনার। পরের গল্পটা শুধুই আভিস্কা ফার্নান্ডোর। ৫০ বলে খেলেন অপরাজিত ৯১ রানের দুর্দান্ত ইনিংস। চট্টগ্রমাকে এনে দেন ১৯৩ রানের বড় সংগ্রহ। 

পাকিস্তানের আহমেদ শেহজাদ এবং বাংলাদেশের তামিম ইকবাল বরিশালকে এনে দিয়েছিলেন উড়ন্ত সূচনা। ৫ ওভারেই ৫০ ছাড়ায় দুজনের জুটি। চট্টগ্রামের বিশাল লক্ষ্য তখন খুব একটা বড় মনে হয়নি। কিন্তু ৫৫ রানে বিলাল খানের বলে ক্যাম্ফারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শেহজাদ। তাতেও অবশ্য সমস্যা হয়নি।

শেহজাদের পর হাল ধরেছিলেন তামিম। সৌম্যকে নিয়ে ইনিংস বড় করতে থাকেন চট্টগ্রামেরই ছেলে। কিন্তু নিজ বিভাগের দলের সঙ্গে তামিমের ইনিংস লম্বা হয়নি। ৩০ বলে ৩৩ করে আউট তিনি। বাউন্ডারি লাইনে ক্যাম্ফারের বলে ক্যাচ দেন তিনি। ৯১ রান থেকে ১০১ রান পর্যন্ত এই ১০ রানের ব্যবধানে চার উইকেট হারায় বরিশাল। সবই ক্যাম্ফারের কল্যাণে। 

৯১ রানে তামিমের পর ৯২ রানে ফেরেন সৌম্য। একাদশ ওভারেই পতন ঘটে দুই উইকেটের। এক ওভার বিরতি দিয়ে আবার ক্যাম্ফারের জোড়া আঘাত। এবার মাহমুদউল্লাহ রিয়াদ আর ইয়ানিক কারিয়াহর উইকেট হারায় বরিশাল।  

মিরাজকে নিয়ে মুশফিক অবশ্য জয়ের স্বপ্নটাকে বাঁচিয়ে রেখেছিলেন অনেকটা সময় পর্যন্ত। ৫০ পেরুনো জুটি চট্টগ্রামের কপালে ফেলেছিল চিন্তার ভাঁজ। কিন্তু ১৫২ রানে মিরাজ এবং ১৬২ রানে মুশফিক ফিরে গেল ম্যাচ ঘুরে যায় চট্টগ্রামের দিকে। শেষের হাসিটাও হেসেছে তারাই। 

এর আগে  লঙ্কান ওপেনার আভিস্কা ফার্নান্দোর দুর্দান্ত ইনিংসে ভর করে ২০ ওভারে ১৯৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে তুষার ইমরানের শিষ্যরা। আভিস্কা একাই করেছেন ৯১ রান। শেষদিকে অবশ্য রানটাকে দুইশ এর কাছাকাছি নিয়ে গিয়েছেন আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার। ৯ বলে ২৯ রানের ইনিংস চট্টগ্রামকে দিয়েছে শক্ত ভিত। আলো ছড়িয়েছেন এবারের বিপিএলে প্রথমবার ডাক পাওয়া শাহাদাত হোসেন দিপু। ৩১ রান এসেছে তার ব্যাট থেকে। 

Link copied!