ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad
ইন্টারের জালে গোলবৃষ্টি

ইতিহাস গড়ে শ্রেষ্ঠত্বের মুকুট জয় করল পিএসজি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

জুন ১, ২০২৫, ০১:১৮ পিএম

ইতিহাস গড়ে শ্রেষ্ঠত্বের মুকুট জয় করল পিএসজি

অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইউরোপ সেরার মঞ্চে ইতিহাস গড়ে চ্যাম্পিয়নস লিগ জয় করল প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)। 

ইউরোপের ফুটবলের রাজত্বের এই অন্যতম শিরোপা ঘরে তুলে ক্লাবটি নিজেকে স্থাপন করল মহাদেশের শ্রেষ্ঠদের কাতারে।

দীর্ঘদিন ধরে ইউরোপীয় ক্লাব ফুটবলে আধিপত্য বিস্তার করলেও পিএসজির ট্রফি ক্যাবিনেটে এই একটি শিরোপার অভাবই ছিল চোখে পড়ার মতো। অবশেষে সেই অতৃপ্তির অধ্যায় শেষ করে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয় করল ক্লাবটি।

ঐতিহাসিক রাতের মাহেন্দ্রক্ষণ

চূড়ান্ত ম্যাচে পিএসজি মুখোমুখি হয় ইউরোপীয় এক শক্তিশালী প্রতিপক্ষের। উত্তেজনায় ঠাসা ম্যাচে প্যারিসিয়ানরা দারুণ পারফরম্যান্সের মাধ্যমে প্রতিপক্ষকে হারিয়ে ২-১ গোলে জয়লাভ করে। ম্যাচের নায়ক ছিলেন ক্লাবের তারকা ফরোয়ার্ড, যিনি এক গোল করে ও অপর এক গোলের অ্যাসিস্ট দিয়ে শিরোপা জয়ের মূল কারিগর হয়ে ওঠেন।

নতুন ইতিহাসের সূচনা

এই জয়ের মাধ্যমে পিএসজি শুধু একটি ট্রফিই অর্জন করেনি, বরং নিজেদের ক্লাব ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করল। বহুল সমালোচিত "অপূরণীয় স্বপ্ন" এবার বাস্তবে রূপ নিল। ক্লাবের মালিক, কোচিং স্টাফ, খেলোয়াড় এবং সমর্থকদের জন্য এটি ছিল আবেগঘন ও কাঙ্ক্ষিত মুহূর্ত।

ক্লাব প্রেসিডেন্ট বলেন, “আজ পিএসজি শুধু একটি ম্যাচ জয় করেনি, বরং প্যারিসের স্বপ্ন, ভালোবাসা ও দীর্ঘ দিনের পরিশ্রমের ফসল ঘরে তুলেছে।”

সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস

ম্যাচের পর প্যারিসজুড়ে শুরু হয় বিজয় উল্লাস। হাজার হাজার সমর্থক শহরের রাস্তায় নেমে আসে, গায়ে পিএসজির জার্সি, হাতে পতাকা। আইফেল টাওয়ারের নিচে চলতে থাকে আতশবাজির ঝলকানি, ঢোলের তালে তালে নাচ-গান। বহু বছর ধরে ক্লাবের প্রতি নিঃশর্ত ভালোবাসা দেখানো সমর্থকদের কাছে এটি ছিল এক স্বপ্নপূরণের রাত।

আগামী দিনের লক্ষ্য

এই অর্জনের পর পিএসজি ক্লাবের দৃষ্টি এখন আরও বড় মঞ্চে নিয়মিত আধিপত্য বিস্তার করার দিকে। ক্লাব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, দলকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের সাফল্য বারবার ছিনিয়ে আনতে চায় তারা।

পিএসজি আজ শুধু ইউরোপের চ্যাম্পিয়ন নয়, তারা নতুন এক ফুটবল ইতিহাসের রচয়িতা।

 

ইএইচ

Link copied!