নিজস্ব প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৫, ০১:২১ পিএম
সাহসী সাংবাদিক সম্মাননায় ভূষিত হয়েছেন দৈনিক আমার সংবাদের নোয়াখালী জেলার কবিরহাট প্রতিনিধি জহিরুল হক জহির।
১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত গণ–অভ্যুত্থান চলাকালে পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকার জন্য তাকে এই স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
রোববার বিকালে রাজধানীর তথ্য ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জহিরুল হক জহিরের হাতে সম্মাননা তুলে দেন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ অনেকে।
জহিরুল হক জহির দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। ২০০৯ সাল থেকে বিভিন্ন গণমাধ্যমে প্রতিনিধি হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৯ সাল থেকে দৈনিক আমার সংবাদে কর্মরত।
গত ১৫ বছর ধরে তিনি ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণের পাশাপাশি সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির মাধ্যমে মানবতা ও মানবাধিকারের পক্ষে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
ইএইচ