দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৫, ০৬:২৫ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর সদরের উত্তর পাড়া (আদর্শ গ্রাম) এলাকায় করতোয়া নদীর তীব্র ভাঙনে শতাধিক পরিবারের বসতবাড়ি ও আবাদি জমি হুমকির মুখে পড়েছে।
গত বুধবারের টানা বর্ষণে নদীর পাড় ধসে ভাঙন তীব্র আকার ধারণ করে, যা এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে।
সংকটের খবর পেয়ে শুক্রবার বিকাল সাড়ে চারটায় ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন, তাঁদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
আজাদ বলেন, “বিএনপি সবসময় দেশের মানুষের সুখে-দুঃখে পাশে আছে এবং থাকবে। এই দুর্যোগ মোকাবিলায় আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।”
পরিদর্শনকালে দেবীগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, সিনিয়র সহ-সভাপতি আনারুল ইসলাম, দেবীগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ মাহমুদ সৈকত এবং পৌরসভার সাবেক কাউন্সিলর মো. লেবু মিয়া উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, করতোয়া নদীর ভাঙন প্রতিরোধে জরুরি ব্যবস্থা গ্রহণ না করলে বহু পরিবার গৃহহীন হয়ে পড়বে। তারা দ্রুত নদীতীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
ইএইচ