হেলাল মজুমদার, ভেড়ামারা
আগস্ট ১৫, ২০২৫, ০৫:৫০ পিএম
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামে আইমান (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালেই স্থানীয়রা বাড়ির পাশে একটি পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার করেন।
পরিবার সূত্রে জানা গেছে, আইমান আড়কান্দি গ্রামের আব্দুল মমিনের ছেলে। গত বৃহস্পতিবার স্কুল শেষে বাড়ি ফিরে বোনের সাইকেল নিয়ে বের হয়েছিল আইমান, কিন্তু এরপর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি।
শুক্রবার সকাল দশটার দিকে বাড়ির পাশে পুকুরে ডুবন্ত অবস্থায় হাতের আঙ্গুল পানির উপরে দেখা গেলে স্থানীয়রা পুকুরে নেমে শিশুটিকে উদ্ধার করেন। পুকুরের ভেতর আইমানের ব্যবহৃত সাইকেলও পাওয়া গেছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রব তালুকদার বলেন, “আজ সকালে পাশে একটি পুকুর থেকে সাইকেলসহ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি।”
ইএইচ