এস এম জহিরুল ইসলাম, গাজীপুর
আগস্ট ১৫, ২০২৫, ০৬:৩২ পিএম
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা বড়বাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো. হুজাইফা মারধরের অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপি নেতা মো. বিপুল মন্ডলের বিরুদ্ধে।
এ ঘটনায় শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় টেংরা বাজারে মাওনা-বর্মী আঞ্চলিক সড়কে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী হাফেজ মো. হুজাইফা (২২) থানায় দায়ের করা অভিযোগে জানান, তিনি প্রায় এক বছর ধরে মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগে বলা হয়েছে, বিবাদী মো. বিপুল মন্ডল (৪০), এলাকার বাসিন্দা ও ৫নং তেলিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী, কিছুদিন ধরে তার প্রতি শত্রুতা পোষণ করে আসছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১৫ আগস্ট সকাল ১০টার দিকে বিবাদী মসজিদে এসে কোনো প্রমাণ ছাড়াই মিথ্যা ও সম্মানহানিকর অপবাদ দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। ইমাম প্রতিবাদ করলে তিনি ক্ষিপ্ত হয়ে কিল, ঘুষি ও লাথি মারেন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। ইমামের ডাকচিৎকারে মুসল্লিরা এগিয়ে আসলে বিবাদী হুমকি দিয়ে চলে যান।
ঘটনার প্রতিবাদে বিকালে আলেম সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন- শ্রীপুর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আলমগীর হোসেন, তোফায়েল আহমেদ মালেক, মাওলানা হেদায়েত উল্লাহ, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা হাবিবুল্লাহ আশেকী, মাওলানা ইমাম উদ্দিন ও মাওলানা নাঈম।
বক্তারা হামলাকারীর অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ইএইচ